Wellcome to National Portal
Main Comtent Skiped

Rent of grounds, open stage and cottages

শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উপ-কীপার বরাবর আবেদনের প্রেক্ষিতে মাঠ, উন্মুক্ত মঞ্চ এবং কটেজের ভাড়া

প্রদান করা হয়ে থাকে।

মাঠ, উন্মুক্ত মঞ্চ ভাড়ার হার:

শনিবার থেকে বুধবার অফিস সময়সূচি অনুযায়ি সকাল ১০.০০টা - সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত প্রতিদিনের ভাড়া (১,০০০/-

টাকা এবং ১৫% ভ্যাট ১৫০/-) টাকাসহ মোট ১,১৫০/- টাকা।                         

সংগ্রহশালার সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার, শুক্রবার এবং সরকার ঘোষিত ছুটির দিনে ভাড়া দ্বিগুন হয়ে থাকে।


শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার নির্ধারিত আবেদন ফরমে আবেদনের প্রেক্ষিতে কটেজ ভাড়া প্রদান করা হয়ে থাকে।

কটেজের ভাড়ার হার :

ক্র.নং

যাদের জন্য প্রযোজ্য

অবস্থানকাল

পুণঃ নির্ধারিত ভাড়ার হার (দৈনিক)

             ১৫% ভ্যাটসহ

পুণঃ নির্ধারিত ভাড়ার হার (দৈনিক)

             ১৫% ভ্যাটসহ

১ শয্যা বিশিষ্ট কক্ষ (নন এসি)

     ২ শয্যা বিশিষ্ট কক্ষ (এসি)

সরকারি কর্মকর্তা/অবসর

প্রাপ্ত সরকারি কর্মকর্তা


১-৩ দিন

৫৮/- টাকা

১৫০/- টাকা

৪-৭ দিন

৮১/- টাকা

২০৭/- টাকা

৭ দিনের ঊর্ধ্বে প্রতিদিন

২৩০/- টাকা

৫৭৫/- টাকা


সংবিধিবদ্ধ সংস্থা/কর্পোরেশন/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য

১-৩ দিন

৬৯/- টাকা

১৮৪/- টাকা

৪-৭ দিন

১০৪/- টাকা

২৭৬/- টাকা

৭ দিনের ঊর্ধ্বে প্রতিদিন

২৮৮/- টাকা

৭৩৬/- টাকা