শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা-এর কর্মসম্পাদনের সার্বিক চিত্র
(Overview of the Performance of Shilpacharya Zainul Abedin Sangrahashala)
সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা
সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:
বিগত ৩ (তিন) বছরে সর্বমোট ৫৭,১৭৭ জন দর্শক গ্যালারি পরিদর্শন করেন। জয়নুল শিশু চারুপীঠে মোট ৭৬৬ জন শিক্ষার্থীকে ভর্তি ও চারুকলা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জয়নুল শিশু চারুপীঠের শিক্ষার্থীদের অঙ্কিত শিল্পকর্ম নিয়ে আয়োজিত ০২টি চিত্র প্রদর্শনী ১০,৮৪৩ জন দর্শক দর্শন করেন। জনসাধারণ এবং শিশু-কিশোরদের চিত্রকলা ও শিল্পকলায় সচেতনতা বৃদ্ধির জন্য ২৫টি প্রতিযোগিতা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ:
আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিদর্শনসমূহের উপস্থাপন ও প্রদর্শন, দক্ষ ও প্রশিক্ষিত জনবল, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা।
ভবিষ্যৎ পরিকল্পনা
অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিদর্শনসমূহের উপস্থাপন ও প্রদর্শন, নিরাপত্তা ব্যবস্থা চালুকরণ এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবলের মাধ্যমে শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম ও আদর্শে সংস্কৃতিবান্ধব মানস গঠন ও উৎকর্ষ সাধন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস